আপনার অন্তরটা যদি শূন্য হয়ে যায় আফসোস করবেন না, আল্লাহ্ হয়তো আপনার শূন্য অন্তরটাকে তাঁর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য খালি করে দিয়েছেন।
আপনার হৃদয়টা যদি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় দুঃখ পাবেন না। দুনিয়াতে ভাঙ্গা কোন জিনিসের মূল্য না থাকলে আল্লাহর কাছে ভাঙ্গা হৃদয়ের মূল্য অনেক বেশি।
আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার উপর আপনি খুব নির্ভর করতেন! যার প্রতি আপনার ভালোবাসা, মুগ্ধতা হয়তো এমন জায়গায় দখল করেছে যে ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। তাই আল্লাহ্ আপনাকে তাঁর দিকে ফিরিয়ে আনতে,তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরিয়ে দিয়েছেন।
কষ্ট পাবেন না। আল্লাহ্ তার চাইতে ও উত্তম কাউকে এনে দেওয়ার জন্যই আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছেন।
মনে রাখবেন, আল্লাহ কখনোই আমাদের থেকে কোন জিনিস কেড়ে নেন না।যতক্ষন না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম জিনিস ফায়সালা করেন।
তাই সবর করুন, ধৈর্য ধরুন।
আল্লাহ বলেছেন-
ان الله مع الصبرين
"নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"