আপনি কি মানুষিক চাপে আছেন? - Islamic life
News Update
Loading...

আপনি কি মানুষিক চাপে আছেন?



হতাশ হবেন নাঃ- 

১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে

     প্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না ।

     মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন

     ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন । 

২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে 

     দাঁড়াবেন,  ভেঙ্গে পড়বেন না ।

     মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ

     পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন । 

৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার

    আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার

    শেষ আলোটুকুও দেখতে না পান,  ভেঙ্গে 

    পড়বেন না।

    মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটের

    অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন । 

৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা

     হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে

    পড়বেন না, এসবে কান দিবেন না ।

     মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:)

    এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল । 

৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায়

     কতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না ।

     মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার

    চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন । 

৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে

    পড়বেন না ।

    স্মরণ করুন, হজরত আদম (আ:) কে

    প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল । 

৭) যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি

    অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন

    কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নুহ

    (আ:) এর কথা, যিনি অসময়ে কিস্তি/নৌকা

    তৈরি করেছিলেন । 

৮) যখন আপনি পরিবার, আত্মীয় - সজন, বন্ধু -

     বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে

    কৌতুকের পাত্রে পরিণত হবেন,  ভেঙ্গে পড়বেন

     না ।

     স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হজরত

     মুহাম্মদ (স:) এর কথা, যিনি তাঁর আপনজনের

     হাসি - তামাশার পাত্রে পরিণত হয়ে ছিলেন । 

৯) যখন আপনাকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করা হবে  

    হতাশ হবেন না।

    মনে রাখবেন,হযরত ঈসা আঃ কে শূলে চড়ানোর  

    ষড়যন্ত্র করা হয়েছে। 

১০)আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই  

    পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে

    উদ্ধার করেছিলেন ।

    এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে

    পরবর্তী উম্মাহ ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট

    সহ্য করতে পারে । 

                                 **إن الله مع الصابرين** 

    ** আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন **


            

             _____


🥀~ চোখ বুজিলে আঁধার সবই

         মুছে রঙিন মায়া....;

         কবর আমাকে ডাকে সদা

         ছাড়তে মিছে মায়া। 


🥀~ এই দুনিয়ার মায়ায় পড়ে 

         করছি শত শত ভুল....;

         কি হবে পরকালের মোড়

         কৃতকর্মের মাশুল। 


🥀~ তাওবা যদি নসিব না হয়

         কবরে যাওয়ার আগে....;

         কবরের আজাব আমি

         সইবো বলো কেমনে। 


🥀~ প্রভুর কাছে এই ফরিয়াদ 

         করি আমি দিনে রাতে....;

         তাওবা যেনো নসিব হয়

         বিদায়ের সময় টাতে। 

         

         🤲 আমিন 🤲

Share with your friends

Give us your opinion
Notification
This is just an example, you can fill it later with your own note.
Done