যে কারনে জাহান্নামের অধিকাংশ হবে নারী - Islamic life
News Update
Loading...

যে কারনে জাহান্নামের অধিকাংশ হবে নারী


 আবু সাইদ খুদরী(রা.) হতে বর্ণিত,একবার ঈদুল ফিতরের দিন রাসূল (সা.) ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদের লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়! দান-খয়রাত করো কেননা আমাকে অবগত করানো হয়েছে দোজোগের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়ই হবে।(বুখারী মুসলিম)।মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে??

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নারীদের শাস্তি বর্ণনা দিতে গিয়ে বললেন,

নারীর শাস্তি প্রথম কারণ: যে মহিলাকে স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম এবং যার মাথায় মগজ ফুটন্ত পানি ন্যায় টগবগ করে ফুটছিল এই শাস্তির কারণ হলো, সে চলার পথে পর পুরুষ থেকে নিজের চুলকে থেকে রাখত না, নগ্ন মাথায় পর-পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে রাখতো।


নারী শাস্তির দ্বিতীয় কারণ: যে সকল মহিলাদের কে স্বীয় জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহবা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার ওপর ছেড়ে দেওয়া হয়েছে তাদের শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত, তাদের শ্বশুর-শাশুড়ি আত্মীয়স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না।


নারী শাস্তির তৃতীয় কারণ: অবৈধ সম্পর্ক হচ্ছে নারীর শাস্তি তৃতীয় কারণ। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) একজন নারীকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।তার কারণ বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা.) বলেন; ঐ নারী ছিল বিবাহিতা, সে বিবাহিত হওয়া সত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে।


নারী শাস্তির চতুর্থ কারণ: নারীর শাস্তি চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা। এ সম্পর্কে মহানবী (সা.) এরশাদ করেন;জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এর হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনের উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত।


নারী শাস্তির পঞ্চম কারণ: পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির ৫ম কারণ ।মুখাকৃতি শুকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ-বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগ কারী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে  প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, এই মহিলা পরনিন্দা এবং মিথ্যা বলতে অভ্যস্ত ছিল।


নারী শাস্তির ষষ্ঠ কারণ: হিংসা ও খোটা দেওয়া। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)জাহান্নামে এক মহিলাকে দেখতে পেলেন যার মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছিল। সে ছিল হিংসুক এবং খোটা দান কারীনি।

Share with your friends

Give us your opinion
Notification
This is just an example, you can fill it later with your own note.
Done